Liza Rahman:
“অনেক গুলো রিভিউ জমা হয়ে গেছে। আজ থেকে শুরু হলো রিভিউ এর পালা। উদ্যোক্তা হবার পরে জীবনে অনেক পণ্যের নাম প্রথম শুনেছি। তেমনই একটি চাল তুলশীমালা! এই চালের আলাদা স্বাদ এবং ঘ্রাণ! বৃষ্টির সময় তাই চলছে তুলশীমালা চালের খিচুড়ি। অসাধারণ স্বাদ হচ্ছে এই খিচুড়ি! Md Daloare Hossain ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চালের স্বাদ নেয়ার জন্য সুযোগ করে দেওয়ায়।
ভাই আপনার উদ্যোগের সাফল্য কামনা করছি। জীবনে অনেক বড় মাপের উদ্যোক্তা হবেন একদিন ইনশাআল্লাহ। তুলশীমালা চালের ভুনা খিচুড়ির সাথে ছিলো গরুর মাংস, রসুন মরিচের ভর্তা, সালাদ আর লেবু। আহা! অসাধারণ! ছিলো আজকের দুপুরের আয়োজন।”

Table of Contents
পোস্ট সূত্র: আওয়ার শেরপুর।