তুলশীমালার ঘ্রাণে
পর্যটনের আনন্দে আর
তুলশীমালার ঘ্রাণে,
শেরপুর জেলায় বসত করি
ধারণ করি প্রাণে।
রোপা আমন মৌসুম যখন
জুলাই -আগস্ট মাসে,
তুলশীমালা রোপন করি,
কচি চারা ভাসে।
ডিসেম্বরে তুলশীমালা
বাজারেতে আসে,
চাষাচাষীর মুখটা তখন
ঝলমলিয়ে হাসে।
ভিটামিন আর খনিজে
তুলশীমালা সেরা,
খেতে ভালো পোলাও পায়েস
গ্যাস্ট্রিকের নাই প্যারা।
পিঠা, পুলি, খই ও মুড়ি
খাওয়াবো সেই চালে,
খেলে তুমি ভুলবে নাতো
ছাড়বে না কোনো কালে।
তুলশীমালার সুগন্ধেতে
শেরপুরে এসে,
দেখে যেও আমার জেলা
পাহাড় ভালোবেসে।।