Prachoriya Mousomi:
ময়মনসিংহ ওয়েভে Md Daloare Hossain ভাইয়ের কাছ থেকে তুলশীমালা চাল অর্ডার করি। তুলশীমালা চাল টা নামটাই এমন যে এ নিয়ে জানতে মন চায়। তাছাড়া সবার এতো ভালো রিভিউ পেয়েছিলাম যে আমিও অর্ডার করে দিই। প্রতি ১৫ দিনে একদিন নিরামিষ খাবার একটু স্পেশাল করতে হয়, যদিও সপ্তাহে একদিন নিরামিষ থাকে। তাতে চালটাই আসল স্বাদ। একাদশীর পরদিন পারণে সুগন্ধি চালটাই খেয়ে তৃপ্তি পায় সবাই। ভাইয়ের চালটা দিয়ে প্রতি ১৫ দিন পরপর এই একসেদ্ধ রান্না করে খেয়েছি।

বিশেষভাবে বলবো ভাইয়ের কাস্টমার সার্ভিস নিয়ে। এক কথায় দারুন ছিলো। এতো ফাস্টেস্ট রিপ্লাই এবং ডেলিভারি, প্যাকেজিং, চালের স্বাদ সবমিলিয়ে ১০০/১০০। ভাইয়ের জন্য দোয়া করি যেন বিগত দিনগুলোতে এতো এতো কস্ট করছেন জিআই নিয়ে জেলায় জেলায় তা সার্থক হয় এবং তিনি যেন নিজের উদ্যোগ নিয়ে আরও সফল হন।

Table of Contents
পোস্ট সূত্র: টেস্টবিডি।