হেমন্তের গান

আকতারুজ্জামান তালুকদার

হাটছি সকাল বেলা;
শিশির ভেজা কুয়াশা ভোর হিমেল হাওয়ার মেলা,
পাখ-পাখালীর কিচিরমিচির আরো দেখি খেলা।

ধান পেকেছে মাঠে;
কাস্তে হাতে ছুটছে কৃষক বৈষা বিলের ঘাঠে,
ধান কেটে ফের বাড়ি আসে সূর্য যখন পাটে।

চাষার মুখে হাসি;
পাকা ধানের আনন্দতে স্বপ্ন রাশি রাশি,
ব্যস্ত থাকে মাঠে মাঠে গাঁয়ের সকল চাষি।

cropped তুলশীমালা ধান

কৃষাণ বধূ হাসে;
তুলশীমালার ঘ্রাণ দূরে যায় হেমন্ত বাতাসে,
পিঠাপুলির ধুম পড়ে যায় কুটুম যখন আসে।

মুখে খিলি পান;
কৃষাণ বধু রান্নার ফাকে কুলায় ঝাড়ে ধান,
কৃষকেরা ধান কাটে আর গায় হেমন্ত গান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top