তুলশীমালা সেরা
নোমান মিয়া
শত বর্ষের ঐতিহ্য এই
অমূল্য এক রত্ন,
তাই তো চাষি চাষ করে যায়
বৃদ্ধি করে যত্ন।
দিনে দিনে বাড়ছে কদর
চাষের হারও বেশি,
সুগন্ধিময় চিকন চাউল
ঝরঝরে ও দেশি।
ছোট ছোট মিহি দানা
সুগন্ধিতে ভরা,
তুলশীমালা চাউলের দাম
তাই বাজারে চড়া।
শ্বশুর বাড়ি আসলে জামাই
কত আয়োজন,
তুলশীমালার পায়েস ছাড়া
ভরে জামাইর মন?
এই চাউলের রান্না সবই
সুস্বাদু খুব হয়,
এসব খাবার খেয়ে জামাই
মজার কথা কয়।
তাইতো শুনেন দেশও বাসি
সকল মানুষেরা,
ঐতিহ্যময় তুলশিমালা
সকল চালের সেরা।
