আমাদের শেরপুর
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
গাঢ় পাহাড়ের পাদদেশ,
এইখানেতেই জন্ম আমার
সুখে দুখে আছি বেশ।
নানান রকম সবজি ফলে
বাহারি সব ফলের চাষ,
হিন্দু, মুসলিম, গাঢ় আর কোচ
মিলে মিশে করি বাস।
তুলশীমালার সুগন্ধি চাল
এই জেলাতেই পাওয়া যায়,
পিঠা, পোলাও একবার খেলে
জীবনে কি ভুলা যায়?
গজনী কিংবা মধুটিলায়
যে একবার এসেছে,
রূপের মোহে পরে সে যে
নিশ্চিত ভালোবেসেছে।