আমিই সেই তুলশীমালা
কোন এক ডিসেম্বরের কনকনে শীতে জন্মালাম আমি।
“মা” নাম দিলেন তুলশী মালা!
মা বলতেন, এ জেলার বিখ্যাত ধানের নামে নাম আমার।
ডিসেম্বরেই নাকি এ ধান গোলায় ভরে!
যখন ধান চিনলাম, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো!
আধেক কালো আধেক ধূসর ধানের রঙ!
মাকে অভিমানে জিজ্ঞেস করলাম,,, আমি কালো বলেই কি আমার নাম তুলশীমালা?
মা হাসলেন,,,
তারপর আমার হাত ধরে ক্ষেতের আলে দাঁড়িয়ে ধানের সুগন্ধ শুঁকিয়ে বললেন, এই ধানের চাল অনেক সুগন্ধ, অনেক গুণাগুণ এ চালে!
পিঠা, পায়েস, পোলাও ভাত খেতে খুবই মজা!
খই, মুড়িও হয়।
এ চালের খাবারে গ্যাস্ট্রিক হয় না। ধান দেখতে যেমনই হোক, চাল খুব সুন্দর! অনেক গুণের!
ঠিক তোমার মত!
সেদিন থেকে আমি আর দুঃখ পুষি না।
গর্ব করে মাথা উঁচু করে বলি,
হ্যাঁ, আমিই সেই তুলশীমালা!
