তুলশীধানের গান

সবুজ শ্যামল মায়ামায়া বড়ই পরিপাটি
এদেশ আমার বেড়ে ওঠা নরম নরম মাটি।
নীলাকাশে ফিঙে উড়ে দলে দলে মিলে
তুলশীমালার গন্ধশুঁকে হারাই অসীম নীলে।
নীল মাখানো কারুকাজে গাঁয়ের অঙ্গখানি
তুলশীমালা শাখার বুকে আঁচড় দিছে টানি।
তুলশীমালার ফুলেরগন্ধ ছন্দে দোলে দোলে
ভোরের বেলা নাকে আসে ঘুমাই মাটির কোলে।
কানিবকের চেচামেচি তুলশী ক্ষেতের তীরে
দুপুরবেলা মাছ শিকারে বাড়ে ধীরে ধীরে।
গাঁয়ের দুষ্ট ছেলেগুলো গুলতি নিয়ে হাতে
তুলশী ধানের আলে বসে লক্ষ্য কষে তাতে।
আকাশ দূরে মিশেগেছে মাটির কাছাকাছি
তুলশীমালার ক্ষেতে উড়ে শতো ফড়িং মাছি।
পাশের ঝোঁপে তিলাঘুঘু খাদ্য খুঁজে ফিরে
মনটি তবু হারায় যেনো তুলশীমালার ভিড়ে।
গন্ধরাজ ও জুঁই চামেলি প্রজাপতির দলে
তুলশীমালার শোভাটুকু শেরপুরের মাঠখলে।
শেরপুর আমার মনের মতো বাউড়ি বায়ুটানে
সকাল সন্ধ্যা মুগ্ধমনে তুলশী চালের গানে।
টীকা-
খলে মানে খলা। রোদে ধান শুকানোর মাঠ।