তুলশীমালা চালের কথা

তুলশীমালা নয় তো মালা
সুগন্ধি এক চাল,
তার কী সুবাস! তুলনাহীন
মন করে মাতাল।
শেরপুরের এই গ্রাম-শহরে
ফলে এ-ধান মাঠের পরে।
ছোট্ট আকার খুব চিকনে
তুলশীমালার ধরণ,
মনমাতানো সুরভি তার
গন্ধ যে আমরণ।
এক বাড়িতে রান্না হলে
দশবাড়ি তার ঘ্রাণ,
নিশ্বাসে তার সুবাস এসে
আকুল করে প্রাণ।
খেশ্ আদরে রান্না করে
তুলশীমালা ঘরে ঘরে।
ঐতিহ্য এর শেরপুরে ভাই
খাবার সময় সাথে-
তুলশীমালা চালের পোলাও
নতুন জামাইর পাতে।
গ্যাসের ছুঁয়া পায়-না পেটে
তুলশীমালার আহার,
পেটপুরে যায় ভোজন করা
সুস্বাদু ভোজ-বাহার।