তুলশীমালার গুণ

তুলশীমালার গুণ যাই কিছু বলে
আমাদের শেরপুরে এই ধান ফলে।
সবচেয়ে ভালো লাগে সুগন্ধি ঘ্রাণ,
নাসিকার কাছে নিলে ভরে যায় প্রাণ।
ফলন আর রান্নায় নেই কোন প্যারা
ভাত পিঠা পায়েসে এই চাল সেরা।
তুলশীর কুড়া গায়ে মেখে কিছু ধান
বলে আমি তুলশী গেয়ে যায় গান।
সাবধান খাঁটিচাল পেতে যদি চান
শেরপুরে কবিদের কাছে চলে যান।
ডিসি মহোদয় আছে দিতে পারে খোঁজ
এই চাল বিদেশেও চলে যায় রোজ।
এই চালের ভাত খেলে দূর হবে গ্যাস
তুলশীর গুণ লিখে হবে নাতো শেষ।