তুলশীমালা জীবনকে সহজ করে দিয়েছে
Md Daloare Hossain ভাই আপনার তুলশীমালা জীবনকে সহজ করে দিয়েছে। বাসা পরিবর্তন করার পর সব কিছুই এলোমেলো থাকে। তাই ঠিক মত বাসায় রান্না করছিলাম না, রিবি কয়েকদিন যাবৎ বলছিলো পোলাও-রোস্ট খাবে! কিন্তু এলোমেলো বাসা সহ কাজের জন্য হয়ে উঠছিলো না৷

এতোদিন পর আজকে দুপুরে মনে হলো যে পোলাও রান্না করি৷ ঘরেই যেহেতু সব উপকরণের সাথে তুলশীমালা ছিলো তাই চটজলদি রান্না হয়ে গেলো।


পোস্ট সূত্র: শুধুই মিষ্টি।