শেরপুরের তুলসীমালা চাল নিয়ে নানারকম প্রশ্ন থাকতে পারে মানুষের মনে তাই তুলশীমালা চালের প্রশ্ন ও উত্তরগুলো একত্রে দেওয়ার চেষ্টা।

তুলশীমালা চালের দাম কত? Tulshimala Rice Price
শেরপুরের তুলশীমালা চাল ১৬০ টাকা কেজি। যেহেতু দাম বাড়ে কমে তাই আপডেট তথ্য পেতে ফেসবুকে মেসেজ দিন।
তুলশীমালা চাল কি পোলাও চাল?
তুলশীমালা চাল অন্যান্য আতপচালের ন্যায় আলাদা জাতের একটি ধান। এটি চিকন, ছোট ও সুগন্ধি যুক্ত চাল। এই চাল দিয়ে পোলাও, পায়েস, বিরিয়ারি, খিচুড়ি, ভাত, পিঠা, ফ্রাইড রাইস সহ যেকোন খাবার তৈরি করতে পারবেন।
তুলশীমালা চালে পোকা ধরে?
যেহেতু আমাদের তুলশীমালা চালে কোন প্রকার কেমিক্যাল প্রয়োগ করা হয় না তাই আলো বাতাস প্রবেশ করলে এবং কিছুদিন রেখে দিলে পোকা ধরে। তবে এর জন্য ভয়ের কিছু নেই। চাল ধুইলেই তা দূর হয়ে যাবে। ক্ষতিকারণ কিছু না থাকার কারণেই পোকা ধরে।
তুলশীমালা চালের খাবারে অস্বস্তি লাগে?
তুলশীমালা চালের খাবার খাওয়ার পর আরাম লাগে। কোন প্রকার অস্বস্তি লাগে না।
বাচ্চারা খেতে পারে?
তুলশীমালা চালের খাবার বাচ্চাদের খুবই প্রিয়। তারা মজা করেই খেয়ে নেয় যার ফলে মায়েদের খাওয়ানোর কষ্ট কিছুটা দূর হয়।
তুলশীমালা চাল ভাতের চালের মতো নাকি পোলাও চাল?
আসলে এই চাল দিয়ে সবকিছুই করতে পারবেন। ভাতও করা যায় আবার পোলাও পায়েসও করা যায়।
কোন মৌসুমে আবাদ করা হয় তুলশীমালা?
এটি আমন মৌসুমের ফসল।
তুলশীমালা চালের বিশেষত্ব কী?
তুলশীমালা চালের খাবার খাওয়ার পর আরাম লাগে, কোন প্রকার অস্বস্তি লাগে না। এ চালের ভাত অন্য যেকোন চালের ভাতের চেয়ে অনেক বেশি মজা।
অনলাইনে কারা প্রথম তুলশীমালা চাল নিয়ে কাজ করেছে?
আওয়ার শেরপুর এর মাধ্যমে মোঃ দেলোয়ার ভাই ২০১৯ সালের শেষ দিক থেকে তুলশীমালা চাল নিয়ে কিজ শুরু করেছে।