পুরান ঢাকার ইলিশ পোলাও
Jenish Farzana Tania : ”গত সপ্তাহে ইলিশ-পোলাও রান্না করেছিলাম। স্টকে কিছু তুলশিমালা চাল ছিলো Md Daloare Hossain ভাই এর। কিছুদিন চাল একটু কম আসতো তাই আমি একবারে বেশি করে নিয়ে স্টকে রেখে বিশেষ বিশেষ রান্না করতাম। তবে এ সপ্তাহে শেষ। কিন্তু এখন এটা জেনে ভালো লাগছে যে ভাইয়ার তুলসিমালা চাল এখন থেকে নিয়মিত আসবে।

Miftahul Jannat আপু, খাবেন নাকি? থাক দরকার নেই আবার আমার মতো মোটু হয়ে যাবেন। তবে ইলিশ পোলাও রান্না করলেই আমার পুরান ঢাকার ইলিশ পোলাও ইভেন্টের কথা মনে হয়। বুঝলেন Ummay Shahera Anika আপু?”

পোস্ট সূত্র: শুধুই মিষ্টি।