জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে শেরপুরের তুলশীমালা চাল কোথায় পাওয়া যায় এ নিয়ে ইন্টারনেটে সার্চ সংখ্যা বেড়েছে। তাই এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো তুলশীমালা চাল পাওয়ার অনলাইন ও অফলাইনের উৎসগুলো নিয়ে।

তুলশীমালা চাল কোথায় পাওয়া যায় অনলাইন সোর্স
আনলাইনে যেসব জায়গাতে তুলশীমালা চাল পাওয়া যায় তার সবগুলো সোর্স এর তালিকা।
- আওয়ার শেরপুরঃ অনলাইনে তুলশীমালা চাল পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য সোর্স হচ্ছে আওয়ার শেরপুর। ২০১৯ সালের শেষ ভাগ থেকে অনলাইনে তুলশীমালা চালের প্রচার ও বিক্রি শুরু করেছে আওয়ার শেরপুর। তাদেরকে নিয়ে ২০২০ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখে দৈনিক যায়যায়দিন পত্রিকায় একটি ফিচার প্রকাশিত হয়। এর পর থেকে অনলাইনে এই চালের পরিচিতি বাড়তে থাকে। এছাড়াও একই বছরের জুন মাসের ৬ তারিখে আওয়ার শেরপুর এর কথা উল্লেখ করে নিউজ প্রচার করেছে বাংলাদেশ প্রতিদিন। ২০২১ সালের ১৬ জুন তারা জেলা প্রশাসক উদ্যোক্তা পুরষ্কার ২০২০ অর্জন করেছে।
- তুলশীমালা রাইসঃ আওয়ার শেরপুর এর পৃষ্ঠপোষকতায় তুলশীমালা রাইস পেজ ২০১৯ সাল থেকে অনলাইনে বিক্রি করছে। তাদের রয়েছে অসংখ্য কাস্টমার। ফেসবুক ও ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তারা অনলাইনে বিক্রি করে থাকে।
- তুলশীমালা এক্সপ্রেসঃ সম্পূর্ণ ফেসবুক বিত্তিক নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত পেজ তুলশীমালা এক্সপ্রেস। এটি করোনাকালীন সময়ে পথচলা শুরু করেছে। ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদে তাদের মন্তব্য উল্লেখ্য করা হয়েছে।
- গ্রীন গ্রোসারিঃ সরাসরি ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে তারা কর্পোরেট সেলস ও রিটেইল সেলসে ফোকাস দিয়েছে।
- সেরা বাংলা ৬৪ঃ দেশের ৬৪ জেলার বিখ্যাত পণ্যগুলো নিয়ে অনলাইনে কাজ করে। সেই সূত্র অনুযায়ী শেরপুরের তুলশীমালা চালও তারা বিক্রি করে।
- তুলশীমালা চালঃ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তারা অনলাইনে বিক্রি শুরু করেছে ২০২২ সালে। তাদের অনলাইনে ডেলিভারি পদ্ধতি সেভাবে সচল না থাকলেও অন্যান্যদের মাধ্যমে তাদের বিক্রয় চলমান আছে। এছাড়াও তারা শেরপুর শহরের একটি সুপার শপে তুলশীমালা চাল সরবরাহ করে।
- উল্লিখিত প্রতিষ্ঠান ছাড়াও অনলাইনে অসংখ্য উদ্যোক্তা তুলসীমালা চাল বিক্রি করে থাকে। তাদের মধ্য থেকে অনেকেই কিছুদিন পর পর তাদের ব্যবসা পরিবর্তন বা বন্ধ করে দেওয়ার কারণে তাদের নাম উল্লেখ্য করা হয়নি। ফেসবুকে সার্চ করলেই অনেকের নাম জানা যাবে।

তুলসীমালা চালের অফলাইন পরিবেশক
এখন পর্যন্ত তুলসীমালা চালের অফলাইন পরিবেশক হিসেবে শেরপুর শহরের পারভেজ ডিপার্টমেন্টাল স্টোরের কথা উল্লেখ করা যেতে পারে। তাদের অফলাইনে ব্যতীত আর কোন বিক্রয় ঠিকানা নেই। তাই পারভেজ সুপার শপ থেকে এই চাল সংগ্রহ করতে চাইলে যেতে হবে শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায়।
তুলশীমালা চাল কোথায় পাওয়া যায় এর বিস্তারিত একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। এখন যদি মনে করেন তুলশীমালা চাল কোথায় পাওয়া যায় এই বর্ণনার পরিবর্তে ১টা সোর্সের নাম বলতে তাহলে বলব আওয়ার শেরপুর এ অর্ডার করুন। কারণ এটি তুলশীমালা চালের জন্য পাইওনিয়ার। রয়েছে ১০০০ এর বেশি কাস্টমার রিভিউ এবং অগণিত মিডিয়া কাভারেজ।
