পাটিশাপটা পিঠা

তুলশীমালা চালের পাটিশাপটা পিঠা

পাটিশাপটা পিঠা

আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গিয়েছি Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চাল। অনেক দিন অপেক্ষায় রেখেছি আমার পাটিশাপটা পিঠার ক্রেতাদের। ইনশাআল্লাহ এবার পাঠিয়ে দিবো। এমন না যে অন্য চাল দিয়ে পাটিশাপটা হয়না, কিন্তু তুলশীমালা চালের ফ্লেভার টা একবার যে নিয়েছে তার কাছে এটাই বেস্ট। আর আমার সাথে মনে হয় এই চালের বোঝা পড়াটা একটু বেশিই।

Mosaddika Liza
Tulshimala Rice, Gurer Sandesh, Chanar payesh, Monda
Which products we delivery across the country from Sherpur.

হোম মেইড ফুডের উদ্যোক্তাদের মধ্যে তুলশীমালা চাল যারা ব্যবহার করেন তাদের মধ্যে Mosaddika Liza আপু একজন। গড়ে প্রায় প্রত্যেক মাসেই আপুর দরজায় কড়া নাড়ে আমাদের ডেলিভারি ম্যান।
গতমাসের শেষ দিকেও আপু অর্ডার প্লেস করছিলেন। কয়েকদিন ডেলিভারি অসুবিধার কারণে আজকে পৌঁছেছে পার্সেলটি। তাই দুপুরে আপু নক দিয়ে জিজ্ঞেস করলাম

  • আপু পার্সেল পেয়েছেন?
  • এই মুহূর্তে আপনার চালের পোলাও খাচ্ছি। আলহামদুলিল্লাহ্ চালের টেস্ট তো আরও বেড়ে গেছে।
  • আপু অপেক্ষার ফল নাকি…
  • ভাই অপেক্ষায় থেকে থেকে তুলশীমালা চালের প্রতি মহব্বত আরও বাড়লো…
Mosaddika Aliza
Mosaddika Aliza owner of Aliza’s Food Gallery.

আপুর সাথে ক্ষণিকের বার্তা আদান প্রদানে অনেক ভালো লাগছে। আমাদের পণ্য ব্যবহার করে নিয়মিত যারা ইনবক্সে ছবি পাঠান তাদের মধ্যে লিজা আপুও একজন। মনে হয় আমার ইনবক্সে আপু পাঠানো শতাধিক ছবি জমেছে তাই আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আজকেও ঘুমের আগে কিছু ছবির ডাক এসে পৌঁছবে আমার ইনবক্সে।

পোস্ট সূত্র: ফেসবুক ১, ফেসবুক ২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top