তুলশীমালার পিঠা
রাগ করেছে জামাই বাবু
অনেক বায়না তার,
পূরণ না হলে শশুর বাড়ি
যাবে না কভু আর।
গরীব কৃষক শশুর তাহার
কয়টা বায়না সাড়বে,
এ নিয়ে তার অনেক ভাবনা
না কি বায়না বাড়বে!
তুলশীমালার চালে সে যে
বানিয়ে অনেক পিঠা,
খবর পাঠায় আসে যেন
আদরের জামাই বেটা।
জামাই আসে গোমড়া মুখে
খেতে কিছু চায়না,
তুলশীমালা’র পিঠা খেয়ে
ভাঙ্গে সকল বায়না।
