আভিজাত্য ধান
তুলশীমালা ধান চাষ করে শেরপুর জেলাবাসী,
তাইতো ওরা দেশের মধ্যে আদর্শবান চাষি ।
গারো পাহাড় পাদদেশের জেলা হলো শেরপুর,
তুলশীমালার সৌন্দর্যে তাই চাউল কলে ভরপুর।
তুলশীমালার চালের ঘ্রাণে সদাই হাসে চাষি,
মজার পায়েস পোলাও খেয়ে মুগ্ধ বিশ্ববাসী।
দেশ বিদেশে ছড়ে পড়ছে তুলশীমালার খ্যাতি,
এই ধানেরই আবাদ করে কৃষক ছড়ায় জ্যোতি।
তুলশীমালা ঘরে ওঠলে কৃষক সবাই হাসে,
এমন চালের তৈরী খাবার ঘ্রাণে যেনো ভাসে।
শেরপুর জেলার আভিজাত্য তুলশীমালা ধানের,
উক্ত ধানের চাউল হলো আন্তর্জাতিক মানের।
তুলশীমালার চাউলে আজ দেশের বাড়ছে মান,
শেরপুর জেলার আভিজাত্য তুলশীমালার ধান।
