তুলশীমালা চালের সবজি খিচুড়ি
“এই মধ্য রাতে Md Daloare Hossain গাইস ভাই এর তুলশীমালা চালের সবজি খিচুড়িকে ল্যাটকা খিচুড়ি বানানোর জন্য মোটেও আমি দায়ী না। সব দোষ ফুলবানু থুক্কু Syeda Kamalia Rahaman ঘাইস এর।

বড় ছেলের কাল থেকে পরীক্ষা শুরু। তাই ওর পাশে বসে পোষ্ট করছিলাম, রিপ্লাই দিচ্ছিলাম কমেন্ট এর। খিচুড়ির ছবি আসতেই সে হঠাত তাকায় বলে মা আমার এখন এই খিচুড়ি খেতে মন চায়। আমার পাশে যখন বসে আছো যাও দুপুরের খিচুড়ি দিয়ে বানায় নিয়ে আসো নয়তো কাল পরীক্ষার হলে খিচুড়ি দেখবো। কি আর করা? নাহিয়ান এর আবদার রক্ষার্থে এই রাতে আমার এখন দুলাভাই এর মত রান্না ঘরে যাওয়া লাগলো।
Miftahul Jannat, Upama Das, Afsana Akter ঘাইসরা কি ঘুমায় পরছেন? আমার ঘুম শেষ খিচুড়ি খেয়ে আজকে, তাই এখন পড়তে বসবো ছেলের সাথে।”

Table of Contents
পোস্ট সূত্র: শুধুই মিষ্টি।